
অধ্যক্ষের বাণী
মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়।জন্ম নিলেই মানুষ,মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলও সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। এরই ধারাবাহিকতায় সনাতন ও গতানুগতিক মুখস্থ বিদ্যাকে বিদায় জানিয়ে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের উদ্যোগে দেশে প্রবর্তিত হয়েছে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা। চালু হয়েছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি। আধুনিক ও বিজ্ঞান সম্মত পদ্ধতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে ধুকুরঝাড়ী কলেজও অগ্রগতির এ ধারায় এগিয়ে চলেছে। তিলতিল করে দৃঢ় প্রত্যয় ও নিরলস পরিশ্রমে গড়ে তোলা ধুকুরঝাড়ী কলেজ বর্তমানে একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র অঞ্চলে সর্বমহলে নন্দিত ও প্রশংসিত। ইতোমধ্যে ধুকুরঝাড়ী কলেজটি বিরল উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যথেষ্ঠ সুনাম অর্জন করে আসছে। চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ পেয়ে অত্র কলেজের শিক্ষার্থীরা নিজেদের মেধাকে বিকশিত ও শানিত করেছে। শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক অংশগ্রহনে শ্রেণিকক্ষ হযে উঠেছে প্রানবন্ত। আমাদের প্রয়াস, অর্জিত জ্ঞান প্রয়োগের কৌশল আয়ত্বে নিয়ে শিক্ষাকে অধিক জীবনমুখী ও প্রায়োগিক করে তোলা। পাঠোন্নয়ন ও সম্ভাবনাময় ভবিষ্যত নির্মানে ধুকুরঝাড়ী কলেজ প্রতিজ্ঞাবদ্ধ।যে কারনে প্রতিষ্টার পর থেকে ধারাবাহিক ভাবে সফলতা অব্যাহত রেখে সুনাম অর্জন করেছে। সব কিছুর মুলে সকলের একাগ্র প্রচেষ্ঠা, শিক্ষকবৃন্দের একাগ্রচিত্ততা, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন। ইতোমধ্যে অত্র কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশের সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গুলোতে স্থান করে নিতে সক্ষম হয়েছে।
আমরা প্রত্যাশা করছি, শিক্ষার্থীরা এই নিরাপদ,মনোরম ও কোলাহল মুক্ত কলেজটিকে বেচে নিবে এবং তাদের কাঙ্খিত স্বপ্ন গুলোকে বাস্তবায়িত করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। শিক্ষার্থীদের বিশুদ্ধ জ্ঞান বিতরনের মাধ্যমে পরিশুদ্ধ মনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও তাদের মেধাকে বিকশিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক সর্বোপরি আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ কলেজের উত্তরোত্তর সাফল্য অব্যাহত থাকুক মহান আল্লাহ্’র কাছে এই কামনা করছি।
মো : তোজাম্মেল হক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ধুকুরঝাড়ী কলেজ
বিরল, দিনাজপুর।
প্রতিষ্ঠানের ইতিহাস
ধুকুরঝাড়ী কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান যা পিপল্যা বাজনাহের বিরল দিনাজপুরে অবস্থিত। এটির শিক্ষা প্রতিষ্ঠান সনাক্তকরণ নম্বর বা EIIN, হল 120200। এটি দিনের শিফটে কাজ করে।ধুকুরঝাড়ী কলেজ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। প্রতিষ্ঠানটি ৭ নং নির্বাচনী এলাকায়।